মালদা

তাপপ্রবাহের জেরে নিম্নচাপের সৃষ্টি, স্বস্তি সাধারণ মানুষের

 

দিন যত যাচ্ছে ততই রক্তচক্ষু বেড়ে চলেছিল সূর্যের। আর এই অতিরিক্ত গরমের কারণে সৃষ্টি হয়েছে হাল্কা নিম্নচাপ। যার কারণে তীব্র গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পেল সাধারণ মানুষ।

    দিন কতক আগেই জেলায় দেখা দিয়েছিল তীব্র তাপপ্রবাহ। দুপুরের দিকে বইছিল আগুনে বাতাস। তীব্র গরমে নাভিশ্বাস ছুটেছিল সাধারণ মানুষের। গরমের হাত থেকে রেহাই পেতে অনেকেই কামনা করছিলেন স্বস্তির বৃষ্টি। অবশেষে দেখা মিলল বৃষ্টির। অল্প পরিমাণে হলেও এই বৃষ্টিতেই এক ধাক্কায় তাপ কমেছে প্রায় ১০ ডিগ্রী। যার কারণে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ।

 

    এই বিষয়ে আবহাওয়া দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, তীব্র তাপপ্রবাহের কারণে এই নিম্নচাপের সৃষ্টি হয়েছে। চলছে আরও চার দিন। কিছু কিছু এলাকায় ঝড়ো হাওয়ার সাথে সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।